জাতীয়

ছাত্রলীগের নেতার ওপর শিবিরের হামলার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ১৫:৫৮

ছাত্রলীগের নেতার ওপর শিবিরের হামলার অভিযোগ

আহত ছাত্রলীগ নেতা, ছবি: বার্তা২৪

সিলেটের মদনমোহন কলেজ ক্যাম্পাসে একদল মুখোশধারীর হামলায় রকি দেব নামে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। ছাত্রলীগের দাবি, মুখোশধারীরা ছাত্রশিবিরের কর্মী, তাদের প্রচারণায় বাধা দেয়ায় তারা রকিকে কুপিয়ে আহত করেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ১১টার দিকে কলেজের শিক্ষক কমনরুমের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা রকি দেব ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনার পর ক্যাম্পাসে বিক্ষোভ করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানী বলেন, 'সকালে শিবিরের কিছু কর্মী কলেজে তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করে। এ সময় রকিসহ কয়েকজন তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে তারা মুখোশ পরিহিত অবস্থায় কলেজে এসে রকির ওপর অতর্কিত হামলা করে কলেজের পেছনের গেট দিয়ে পালিয়ে যায়।'

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/14/1552557416428.jpg

গুরুতর আহত অবস্থায় আহত ছাত্রলীগ নেতাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন‌।

কলেজ শিবির সভাপতি তুহিন আহমদ বলেন, 'আমরা দীর্ঘদিন থেকে ক্যাম্পাসে কোন কার্যক্রম পরিচালনা করছি না। তাই হামলা করার প্রশ্নই আসেনা না।'

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে হামলাকারীরা পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।