স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১৪:৪৮

হুসেইন মুহম্মদ এরশাদ, ছবি: সংগৃহীত
চার দিনের ব্যক্তিগত সফর শেষে রংপুর থেকে ঢাকায় ফিরেছেন বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার (৬ মার্চ) দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরেন তিনি।
সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মোঃ খালেদ আখতার এবং হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিখ এরশাদ।
দীর্ঘদিন পর ৩ ফেব্রুয়ারি রংপুর সফরে যান এরশাদ। এবারই প্রথম নিজের বাড়িতে না থেকে হোটেল গ্র্যান্ড প্যালেসে অবস্থান করেন। তার নিজের বাড়ি ভেঙে পুনঃনির্মাণ করা হচ্ছে। এবারের সফরের প্রধান উদ্দেশ্য ছিলো বাড়ির নির্মাণ কাজ পরিদর্শন করা।
সফরকালে এবার মিডিয়ার সামনে আসেননি এরশাদ। বিগত সময়ে রংপুর গেলে সব সময় মিডিয়ার সঙ্গে খোলামেলা কথা বলতেন। এবার ছিলেন একাবারেই নিরব।
যাওয়ার দিনে হেলিকপ্টারে করেই রংপুর যান। রংপুর সেনানিবাসে হেলিপ্যাডে নেমে হুইল চেয়ারে করে বের হতে দেখা যায়। কিন্তু ফেরার দিনে ঢাকায় নেমে হেটে গাড়িতে ওঠেন এরশাদ।

