জাতীয়

ময়মনসিংহে তরুণীসহ ৪ জনের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম

প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১২:২৮

ময়মনসিংহে তরুণীসহ ৪ জনের লাশ উদ্ধার

ময়মনসিংহে তরুণীসহ ৪ জনের লাশ উদ্ধার। ছবি: প্রতীকী

ময়মনসিংহে পৃথক ঘটনায় রিফা (১৭) নামে এক তরুণী, অজ্ঞাত দুই নারী ও ট্রেনে কাঁটা পড়া এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) সকালে ত্রিশাল উপজেলা ও ময়মনসিংহ সদর থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার ধানিখোলা এলাকার ২নং ওয়ার্ডের ওজানপাড়া গ্রামে একটি বাড়ির পেছনে পুকুর ঘাটে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিফা নামে ওই তরুণী। তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শহরের টাউন হল এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৮০) এক নারী ও সদরের দাপুনিয়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত (৪০) আরেক নারীর লাশ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, নগরীর তিনকোনা পুকুর পাড় এলাকায় ট্রেনে কাঁটা পড়ে আব্দুল বারেক (৭৫) নামে এক বৃদ্ধ। তার লাশ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহে তরুণীসহ ৪ জনের লাশ উদ্ধার | সময় নিউজ