জাতীয়

এসবি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ৫৬৫ মণ মাছ-মাংস জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ২০:১৮

এসবি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ৫৬৫ মণ মাছ-মাংস জব্দ

ফাইল ছবি

রাজধানীর মাতুয়াইল এলাকার এসবি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ৫৬৫ মণ মাছ মাংস জব্দ করেছে র‍্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া এ ঘটনায় একজনকে এক বছরের কারাদণ্ডসহ ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ মার্চ) সন্ধ্যা থেকে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চলছে।

এ বিষয়ে সারওয়ার আলম বার্তা২৪.কম-কে বলেন, 'আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। আমরা এখন পর্যন্ত এসবি হিমাগারের মেয়াদোত্তীর্ণ ৫৬৫ মণ মাছ মাংস জব্দ করেছি।'

তিনি আরও বলেন, 'এছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক প্যাকেটজাত করায় এসবি হিমাগারকে ৫০ লক্ষ টাকা জরিমানা এবং একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।'

এসবি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ৫৬৫ মণ মাছ-মাংস জব্দ | সময় নিউজ