জাতীয়

পূর্বাচল নতুন শহর প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে গণপূর্তমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ১০:২৯

পূর্বাচল নতুন শহর প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে গণপূর্তমন্ত্রী

পূর্বাচল নতুন শহর প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে গণপূর্তমন্ত্রী

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প ও ১০০ ফুট খাল খনন প্রকল্পের অগ্রগতি, উন্নয়ন কাজ পরিদর্শন করছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম।

শনিবার (৯ মার্চ) সকাল থেকে কুড়িল ফ্লাইওভারের পূর্ব প্রান্ত বসুন্ধরা কনভেনশন সেন্টারের সম্মুখ থেকে প্রকল্পের অগ্রগতি, কাজের মান, উন্নয়ন কাজ পরিদর্শন শুরু করেন তিনি। এ সময় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে প্রকল্প বিষয়ে অবহিত করেন এবং মন্ত্রী তাদের সঙ্গে প্রকল্পের সার্বিক বিষয়ে আলোচনা করেন।      

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/09/1552105928463.jpg

প্রকল্প পরিদর্শনে আরো উপস্থিত রয়েছেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমানসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক, সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনের কর্মকাণ্ডের মধ্যে আরও রয়েছে ৪ নম্বর সেক্টর প্রকল্প অফিস পরিদর্শন, ৫ নম্বর সেক্টর লেক উন্নয়ন কাজ ও ১ নম্বর সেক্টরে স্টাফ ইয়ার্ড।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে গণপূর্তমন্ত্রী | সময় নিউজ