সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম
প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০৯:২৯

পঞ্চায়েতের সঙ্গে বিরোধ, যুবকের লাশ উদ্ধার। ছবি: প্রতীকী
সিলেটের কোম্পানীগঞ্জে বদরুল ইসলাম ( ১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মার্চ) সকালে স্থানীয় ধরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বদরুল ইসলাম উপজেলার ধরাকুল গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বাড়ি ফেরার পথে বদরুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
জানা গেছে, গ্রাম পঞ্চায়েতের একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বদরুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে এই বিরোধ থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, একটি লাশ উদ্ধারের খবর পেয়েছেন তিনি। পুলিশ সেখানে অবস্থান করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ।

