জাতীয়

জাফলং বেড়াতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম

প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১৫:৫৮

জাফলং বেড়াতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত

জাফলং বেড়াতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত। ছবি: বার্তা২৪.কম

সিলেটের জৈন্তাপুরে একটি প্রাইভেটকার উল্টে জাহিদ আহমদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

বুধবার (৬ মার্চ) দুপুরে বাঘের সড়ক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ আহমদ ঢাকার উত্তরা ১৪নং সেক্টরের বাসিন্দা। ঢাকা থেকে জাফলং বেড়াতে গিয়েছিল জাহিদ।

স্থানীয়রা জানায়, সিলেট থেকে প্রাইভেটকারটি জাফলং যাচ্ছিল। পথে বাঘের সড়ক এলাকায় এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের আরোহী জাহিদ আহমদ মারা যান। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাসুক আহমদ বলেন, ‘খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে নিয়ে এসেছি।’

জাফলং বেড়াতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত | সময় নিউজ