স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ১১:৩০

ছবি: প্রতীকী
রাজধানীর নাজিমুদ্দিন রোডে ছুরিকাঘাতে সিজান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিজান পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালান এলাকার বাসিন্দা বকুল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু মিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এক রিকশাচালক ছুতিরঘাত প্রাপ্ত রক্তাক্ত সিজানকে ঢামেকে নিয়ে আসে। পরে সিজান চিকিৎসাধীন অবস্থায় ভোর সকালে মারা যায়।’
সিজানের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

