লামিয়া তিথি
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৭:২৫

মাত্র এক ম্যাচ আগেই ইতিহাস গড়েছিলেন পারভেজ হোসেন ইমন। নিজের অষ্টম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে জায়গা করে নেন তামিম ইকবালের পাশে। শুধু তাই নয়, ৯টি ছক্কা মেরে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও নিজের করে নেন তিনি। অথচ এমন দুর্দান্ত পারফরম্যান্সের ঠিক পরের ম্যাচেই একাদশে নেই এই তরুণ ব্যাটার!
রেকর্ড গড়ার রেশ কাটতে না কাটতেই পারভেজকে ছাড়াই আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামল বাংলাদেশ। বিসিবি সূত্রে জানা গেছে, গত ম্যাচে ব্যাট করার সময়ই পায়ে চোট পেয়েছিলেন পারভেজ। এরপর আর ফিল্ডিং করতে নামেননি, সেই চোটই আজ তাকে দল থেকে ছিটকে দিয়েছে।
তবে শুধু পারভেজই নন, আজকের একাদশে এসেছে আরও তিনটি পরিবর্তন। সব মিলিয়ে চারটি জায়গায় বদল এনেছে বাংলাদেশ। পরিকল্পনাটা অবশ্য ছিল আগেই-এই সিরিজে দলে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দল।
পারভেজের জায়গায় দলে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত। আইপিএলে যোগ দিতে চলে গেছেন মুস্তাফিজুর রহমান, তার জায়গায় ফিরেছেন শরিফুল ইসলাম। আগের ম্যাচে ৪ ওভারে ৫৫ রান দিয়ে হতাশ করা সহ-অধিনায়ক মেহেদী হাসানও আজ নেই একাদশে। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন। আর পেসার হাসান মাহমুদের বদলে একাদশে এসেছেন তরুণ পেসার নাহিদ রানা।
প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। আজ ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ, তবে দুপুরেই জানানো হয়েছে-দুই ম্যাচের সিরিজ আর থাকছে না। ২১ মে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

