স্বাস্থ্য

‘ভিটামিন ডি’ বেশি পাওয়া যায় কোন সময়ের রোদে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৭

‘ভিটামিন ডি’ বেশি পাওয়া যায় কোন সময়ের রোদে

টি লাইভ আপডেট
  • ১৭ দিন আগে

    মিড ডে-র পরে রোদে যাওয়া আরও বেশি ক্ষতিকর

    বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কম বয়সীরা শরীরে ভিটামিন ডির অভাবে অবসাদগ্রস্ত হন। যাদের শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে তারা অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন। আর আমাদের বয়স যত বাড়বে, তত আমাদের শরীর ভিটামিন ডি তৈরির সক্ষমতা হারাবে। এতে করে বয়স বৃদ্ধির সাথে সাথে হাড় ক্ষয়ের মতো রোগ আমাদের ঝেঁকে ধরে।


    বিশেষজ্ঞরা বলছেন, সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যের রোদ ভিটামিন ডির খুব ভালো উৎস। অর্থাৎ, বাইরে বের হয়ে যখন দেখবেন আপনার ছায়া আপনার তুলনায় ছোট, সেই সময়ের রোদে আপনার ত্বক সবচেয়ে ভালো ভিটামিন ডি উৎপন্ন করতে পারে।

‘ভিটামিন ডি’ বেশি পাওয়া যায় কোন সময়ের রোদে | সময় নিউজ