আইন-আদালত

ট্রান্সকম চেয়ারম্যান লতিফুরের রিটের আদেশ মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৫:৫৫

ট্রান্সকম চেয়ারম্যান লতিফুরের রিটের আদেশ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানের কাছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো চিঠির বিরুদ্ধে করা রিটের ওপর শুনানি শেষ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ রিটের ওপর আগামী ১২ মার্চ আদেশের দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১০ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মাহবুব শফিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

আদালতে রিটের শুনানিকালে দুদক আইনজীবী আদালতকে বলেন, ‘অবৈধ উপায়ে অর্থ সংগ্রহের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানকে দেওয়া নোটিশটি দুদকের নয়।’

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ অক্টোবর এক নোটিশ প্রদান করে লতিফুর রহমানকে দুদকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। এ নোটিশের জবাব দিতে ১৮ অক্টোবর দুদকে হাজিরও হন তিনি। পরে আবার লতিফুর রহমানের কাছে স্বাক্ষর, স্মারক ও তারিখ বিহীন চিঠিতে বিভিন্ন বিষয়ে হিসাব চাওয়া হয়। এরপর এই চিঠিকে চ্যালেঞ্জ করে গত ৩ মার্চ হাইকোর্টে রিট দাখিল করেন তিনি। লতিফুর রহমানের পক্ষে আদালতে খান মো. শাহাদাত হোসেন হলফ করে রিটটি দায়ের করেন।