স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ১৬:১৪

জজকোর্টের লিফট ছেঁড়ার ঘটনায় তদন্ত কমিটি, ছবি: বার্তা২৪.কম
ঢাকা জজকোর্টের লিফট ছিঁড়ে ১২ জন আহত হওয়ার ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে এ কমিটি গঠন করেন।
কমিটির সদস্যরা হলেন- প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়, প্রথম যুগ্ম-জেলা ও দায়রা জজ উৎপলা ভট্টাচার্য, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কাজী মাশফিক আহমেদ।
লিফট দূর্ঘটনার কারণ তদন্ত করে আগামি ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

