আইন-আদালত

‘উত্তরা গণভবনকে কেন ন্যাশনাল হেরিটেজ ঘোষণা নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৬:১১

‘উত্তরা গণভবনকে কেন ন্যাশনাল হেরিটেজ ঘোষণা নয়’

ছবি: সংগৃহীত

নাটোরের উত্তরা গণভবনকে কেন ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১১ মার্চ) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

এর আগে রোববার (১০ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নাটোরের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিটে গণপূর্ত মন্ত্রণালয় সচিব, পর্যটন মন্ত্রণালয় সচিব, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক, নাটোরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৭ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘উত্তরা গণভবন: ঐতিহ্যে কুঠারাঘাত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহ্যবাহী প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন নাটোরের উত্তরা গণভবনকে আরও বেশি পর্যটক আকর্ষণীয় করার নামে ভেতর ও বাইরে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

পরে ওই প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।