আইন-আদালত

বনাঞ্চলের গাছ কাটার ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৬:২২

বনাঞ্চলের গাছ কাটার ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

দেশের সকল বনাঞ্চল ও বনভূমি থেকে গাছ কাটার ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রকল্পের নামে দেশের সব বনাঞ্চল ও বনভূমি থেকে গাছ কাটা বন্ধ করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এছাড়া প্রতিটি প্রকল্পের গাছ কাটা ও লাগানোর সময় নির্ধারণ সংক্রান্ত পরিকল্পনা আগামী ৬ মাসের জন্য আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১১ মার্চ) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান ও আইনজীবী সাইদ আহমেদ কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

এর আগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গাছ কাটা সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। সে রিটের শুনানি নিয়ে আদালত আদেশ দেন।

বনাঞ্চলের গাছ কাটার ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা | সময় নিউজ