নির্বাচন

বগুড়ায় নৌকার প্রচারণায় বিএনপির নেতারা!

গনেশ দাস, স্টাফ করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৫:৪৭

বগুড়ায় নৌকার প্রচারণায় বিএনপির নেতারা!

নৌকা মার্কার লিফলেট বিতরণ করছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা (গোল চিহ্ন) / ছবি: বার্তা২৪

বগুড়ায় আওয়ামী লীগ প্রার্থীর নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিএনপির নেতাদের অনেকেই। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ কারণে দলীয় নেতাকর্মীদেরকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানানোর পাশাপাশি সর্তক করেছে জেলা বিএনপি।

এদিকে দল থেকে বহিষ্কার হওয়ার ভয়ে তৃণমূলের অনেক নেতাকর্মী বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কাজ করা থেকে বিরত রয়েছেন। তবে তারাই নির্বাচনের আগ মুহূর্তে এসে নৌকা পক্ষে প্রকাশ্যে কাজ করার অভিযোগ উঠেছে।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জরুরি সভা আহ্বান করা হয় দলের পক্ষ থেকে। যারা নির্বাচনে নৌকা মার্কা অথবা বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করছেন, তাদেরকে সর্তক করে দিয়ে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়।

জানা গেছে, বিএনপি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করলেও বগুড়ার কয়েকটি উপজেলায় বিএনপির নেতারা নির্বাচন করছেন। যারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাদের পক্ষে কাজ করছেন এমন ৩০ জনকে দল থেকে ইতোমধ্যেই বহিষ্কার করা হয়েছে। এ কারণে বিএনপির বহিষ্কৃত নেতাদের পেছনে কোনো নেতাকর্মী প্রকাশ্যে নির্বাচনী কাজ করছেন না। তবে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিল্লাত মিয়া এবং গোকুল ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সুফিয়ান সফিকের পক্ষে নৌকা মার্কার লিফলেট বিতরণ করার অভিযোগ উঠেছে। এছাড়া নৌকা মার্কার নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে নৌকা মার্কার পক্ষে বক্তব্য দিয়েছেন ইউনিয়ন পর্যায়ের কয়েকজন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/13/1552470371382.jpg
নৌকা মার্কার নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম / ছবি: বার্তা২৪

১০ মার্চ বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় একটি মোটেলে অনুষ্ঠিত আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী মিটিংয়ে সভাপতিত্ব করেছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম। নির্বাচনী ওই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান সফিকের ওই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন- লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও লাহিড়ী ইউপি চেয়ারম্যান মাফতুন আহমেদ, নামুজা ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এস এম রাসেল মামুন, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও রাজাপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ছাড়াও বগুড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা।

আওয়ামী লীগের নির্বাচনী সভায় বিএনপি নেতারা যোগ দিয়ে বক্তব্য রাখার খবর প্রকাশ হওয়ার পর বিএনপির সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ।

তবে অংশগ্রহণকারীদের মধ্যে নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন বার্তা২৪.কমকে জানান, তিনি বিএনপি নেতা হিসেবে নয়, ইউপি চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ প্রার্থী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত শাখারিয়া ইউপি চেয়ারম্যান ছিলেন। সহকর্মী হিসেবে সভায় গেলেও তার পক্ষে ভোট চাইতে মাঠে নামেননি তিনি।

সভায় অংশগ্রহণকারী আরেক বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪.কমকে বলেন, ‘অনেকটা ভয়ে ওই সভায় যেতে বাধ্য হয়েছি।’

তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান সফিক বার্তা ২৪.কমকে বলেন, ‘বিএনপি নেতা হিসেবে নয়, আমার সহকর্মী হিসেবে ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ সভায় নির্বাচন নিয়ে পরামর্শ দিয়েছেন। যেহেতু বিএনপি নির্বাচনে নাই তাই তাদের পরামর্শ নিয়েছি।’

বগুড়ায় নৌকার প্রচারণায় বিএনপির নেতারা! | সময় নিউজ