ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম
প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ১৬:২৬

ছবি: বার্তা২৪
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রোববার (১০ মার্চ) নেত্রকোনায় ভোটগ্রহণ অুনষ্ঠিত হবে। এরই মধ্যে জেলার আটটি উপজেলায় প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৯ মার্চ) এসব উপজেলায় জেলা নির্বাচন অফিস থেকে বিতরণ করা হয়েছে প্রয়োজনীয় ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই আটটি উপজেলায় মোট ৪৯২টি কেন্দ্র আছে। ভোটার ১২ লাখ ৭৩ হাজার ১৪৭ জন। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে বাকি আরেকটি উপজেলা পূর্বধলার নির্বাচন শুক্রবার (৮ মার্চ) রাতে স্থগিত করে ইসি। ন্যায়সংগত, নিরপেক্ষ ও আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে না, এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

