নির্বাচন

নীলফামারী সদরে চেয়ারম্যান পদে ভোট স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ০১:৫৪

নীলফামারী সদরে চেয়ারম্যান পদে ভোট স্থগিত

ছবি: বার্তা২৪.কম

নীলফামারী সদর উপজেলায় ১০ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৮ মার্চ) নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নীলফামারী সদর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিক হোসেন নয়নের মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়ে 'আনারস' প্রতিক পান নয়ন।

এ সময় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শাহিদ মাহমুদ উচ্চ আদালতে সাদিক হোসেন নয়নের প্রার্থিতার বিষয়ে লিভ টু আপিল করায় আগামী ১ এপ্রিল পর্যন্ত নির্বাচন স্থগিত করেন আদালত।

রিটার্নিং কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বার্তা২৪.কম-কে জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান পদে ভোট স্থগিত করা হয়েছে। তবে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণে কোনো জটিলতা নেই।

নীলফামারী সদরে চেয়ারম্যান পদে ভোট স্থগিত | সময় নিউজ