সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
প্রকাশ: ৫ মার্চ ২০১৯, ২১:২২

সিলেটে ব্র্যাক ব্যাংক ও আল হারামাইন হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুইটির কর্মকর্তারা/ ছবি: সংগৃহীত
বেসরকারি খাতে ব্র্যাক ব্যাংক ও সিলেটের আল হারামাইন হাসপাতালের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের গ্রাহক ও কর্মচারীদের বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করবে আল হারামাইন হাসপাতাল।
গত ১৮ ফেব্রুয়ারি সোমবার সিলেটে আল হারামাইন হাসপাতালে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ এহসানুর রহমান, পরিচালক (মেডিকেল সার্ভিস) ডাঃ এম ফয়েজ আহমেদ, সহকারী পরিচালক ডাঃ নাহিয়ান আহমেদ চৌধুরী, ব্যবস্থাপক (বিপণন) রেজাউল মাহমুদ, ব্র্যাক ব্যাংকের হেড অব লার্জ করপোরেট ইউনিট-১ সাজিদ রহমান, ক্লাস্টার ও সিলেট শাখা ব্যবস্থাপক অনুপ কান্তি দাস ও জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক শাফায়াত হোসেন আহমেদ উপস্থিত ছিলেন।

