স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ১৮:২২

সিটি ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত, ছবি: বার্তা২৪.কম
সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৯ সম্প্রতি রয়্যাল টিউলিপ সী পার্ল রিসোর্ট এন্ড স্পা, কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটির উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।
সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘টিম ওয়ার্ক মেকস্ দি ড্রিম ওয়ার্ক’। সম্মেলনে ব্যাংকের আগামী দিনের কর্মপন্থা ও কৌশল নির্ধারণ এবং বিভিন্ন সেবা উন্নয়নকল্পে জোর দেওয়া হয় সম্মেলনে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, সিটি ব্যাংককে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি নতুন ধারার ব্যাংক হিসেবে আরো এগিয়ে নেওয়া হবে। এর জন্য সকলকে একযোগে ও একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন তার বক্তব্যে ব্যাংকের ২০১৮ সালের কর্মকাণ্ডের বিশদ মূল্যায়ন করেন। যেসব ক্ষেত্রে ব্যাংকের কর্মতৎপরতা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে, তার একটি চিত্রসহ ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, ইন্ডিপেডেন্ট পরিচালক তানজিব আলম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াদুদ, মো. মাহবুবুর রহমান, কাজী আজিজুর রহমান ও মাহিয়া জুনেদ।
এছাড়াও সম্মেলনে ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

