স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১২:২৮
জালিয়াতির অভিযোগে রোকেয়া হলে ভোটগ্রহণ বন্ধ রয়েছে/ ছবি: বার্তা২৪.কম
ভোট জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এর আগে সকালে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর রোকেয়া হলে ভোটগ্রহণ শুরু হয়।
সোমবার (১১ মার্চ) ১২টার দিকে রোকেয়া হলে ভোটে জালিয়াতির অভিযোগ আনে স্বতন্ত্রসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীরা। এই নিয়ে ছাত্রলীগের সাথে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এদিকে ছাত্রলীগের হামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমর্থিত প্যানেল থেকে ভিপি প্রার্থী নুরুল হক নুর সংঘর্ষে আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস প্রার্থী গোলাম রাব্বানী বলেন, ‘নরুল হক নুর ও ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুল ইসলাম অনিক রোকেয়া হলে মিথ্যা ভোট কারচুপির অভিযোগ এনে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা আমাদের বোনদের মিথ্যা তথ্য দিয়ে বিক্ষুব্ধ করে তুলেছে।’
‘শান্তিপূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়াকে তারা ইচ্ছা করে নষ্ট করেছে। তাদের এখন প্রমাণ করতে হবে কোথায় ভোট কারচুপি হয়েছে। আমি নুরের সামনে ছিলাম একটি ব্যালটেও অবৈধভাবে ক্রস পড়েনি। তাহলে সে এই মিথ্যা কথা বলে যে পরিস্থিতি নষ্ট করেছে, এর জন্য জবাবদিহি করতে হবে।’
বেলা সাড় ১২টায় সরেজমিনে দেখা যায়, ভোটগ্রহণ বন্ধ রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা হলে মাঠে বিক্ষোভ করছেন। তারা সুষ্ঠুভাবে ভোটের দাবিতে স্লোগানও দিচ্ছেন। এ সময় কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া ভোটগ্রহণ শুরু হতে দেবেন না বলেও দাবি জানান তারা।
এদিকে ছাত্রলীগ কর্মীরা ভোটারদের লাইনে দাঁড় করানোর চেষ্টা করছেন। এতে বাধা হয়ে দাাঁড়াচ্ছেন নুরুল হক নুুরুর সমর্থকরা।

