ক্যাম্পাস

মহসীন হলে ভোটারদের সরব উপস্থিতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১০:২৮

মহসীন হলে ভোটারদের সরব উপস্থিতি

মহসীন হলে ভোটারদের সরব উপস্থিতি। ছবি: বার্তা২৪.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১১ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

জানা গেছে, হাজী মুহাম্মদ মহসীন হলে অস্বচ্ছ ব্যালট বাক্স প্রার্থীদের খুলে দেখানোর মধ্য দিয়ে শুরু হয় ভোটগ্রহণ। হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ব্যালট বাক্স খুলে দেখান। এরপর শুরু হয় ভোট। ভোটারদের সরব উপস্থিতিতে ভোটগ্রহণ চলছে।

সরেজমিনে হল ঘুরে দেখা যায়, মহসীন হলে ভোটের বুথ অডিটোরিয়াম স্থাপন করা হয়েছে। ৩৫টা বুথে ভোট প্রদান করা যাচ্ছে। ভোট দিতে সকাল থেকেই হলের ভোটাররা ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে যান। একপর্যায়ে লাইন অডিটোরিয়াম ছাড়িয়ে ক্যান্টিন পর্যন্ত দীর্ঘ হয়।

এদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান অনিক ভোটের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সকাল পৌনে ৯টার দিকে মহসীন হলের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে তিনি অভিযোগ করেন, প্রতিটি হলের গেট ছাত্রলীগ নেতা-কর্মীরা নিয়ন্ত্রণ করছে। হলের মধ্যে ভোটকেন্দ্রের সামনে একটি কৃত্রিম লাইন তৈরি করেছে কার্ডধারী ছাত্রলীগ নেতারা। যেন সাধারণ শিক্ষার্থীরা হলে এসে ভোট দিতে না পারে।

হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র জিএস প্রার্থী আবদুল্লাহ আরেফিন বার্তা২৪.কমকে বলেন, ‘আমার ভোট দিতে মাত্র ৩ মিনিট সময় লেগেছে। কিন্তু আমরা দেখছি যে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রের সামনে জটলা পাকিয়ে রেখেছে। তারা ভোটারদের হাতে একটা প্যানেলের লিফলেট তুলে দিয়ে ভোট চাচ্ছে।’

হাজী মুহাম্মদ মহসীন হলের প্রভোস্ট অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরুতে একটু জটলা হলেও আমরা পরে সামলে নিয়েছি।’