ক্যাম্পাস

ঢাবির ফজলুল হক হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ১৮:৫৪

ঢাবির ফজলুল হক হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বিক্ষোভের মুখে হল অফিসে অবরুদ্ধ প্রাধ্যক্ষ, ছবি: বার্তা২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমানের ছেলে উক্ত হলের একজন আবাসিক শিক্ষার্থীকে 'দুই টাকার ছাত্র' বলায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এতে পদত্যাগের দাবিতে হল প্রাধ্যক্ষকে তার ছেলেসহ হল অফিসে প্রায় দুই ঘণ্টা আটকে রাখেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। পরে পদত্যাগ পত্র লিখে হাতে নিয়ে প্রক্টরিয়াল টিমের সাহায্যে হল ত্যাগ করেন অধ্যাপক মিজানুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হল প্রাধ্যক্ষ মিজানুর রহমানের ছেলে শুক্রবার জুম্মার নামাজ পড়তে হলে যান। সামনের কাতারে যাওয়ার জন্য তিনি রায়হান নামের এক ছাত্রের মাথায় পা লাগান। নামাজ শেষে রায়হান প্রাধ্যক্ষের ছেলের পরিচয় জানতে চাইলে সে তার বাবাকে ডেকে আনে। বাবার উপস্থিতিতে ওই ছাত্রকে তিনি বলেন 'দুই টাকার ছাত্র হয়ে আমার পরিচয় জানতে চাচ্ছে'। এ কথায় ক্ষুব্ধ হয়ে হলের সব শিক্ষার্থীরা জড়ো হয়ে হল প্রাধ্যক্ষ ও তার ছেলেকে হল অফিসে আটকে রেখে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তিনি পদত্যাগ করার ঘোষণা দেন।

সরেজমিনে জানা যায়, বিকেলের দিকে অধ্যাপক মিজানুর রহমান পদত্যাগপত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে যান৷ উপাচার্য পদত্যাগপত্র গ্রহণ না করায় তিনি শেষে তিনি পদত্যাগ করেননি।

এ বিষয়ে জানতে অধ্যাপক মিজানুর রহমান ও বিশ্ববিদ্যালয় উপাচার্যকে একাধিকবার কল দিয়েও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বার্তা২.কম-কে বলেন, 'জুম্মার নামাজ পড়ার সময় একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে হলের হাউজ টিউটর ও প্রক্টরিয়াল টিমের সাহায্যে সমাধান করা হয়েছে।'