ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম

প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১৭:০০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি। ছবি: বার্তা২৪.কম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইশার বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ মানববন্ধনের আয়োজন করে। 

এতে সভাপতিত্ব করেন- বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ মাহবুব হোসেন। মানববন্ধনে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাকিল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, মিডিয়া সমন্বয়ক মু.হাসিবুল ইসলাম এবং নাজমুস সাকিব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র সংসদ নির্বাচন প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর প্রাণের দাবি। জাতির দক্ষ ও যোগ্য নেতৃত্বের গুণাবলি সমৃদ্ধ ব্যক্তিত্ব গঠনে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা অপরিহার্য। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৮ বছর অতিক্রম করলেও এখনো পযর্ন্ত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করার জন্য ববি প্রশাসনের কাছে জোর দাবি জানায় বক্তারা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি | সময় নিউজ