ক্যাম্পাস

দোষারোপ থেকে বিরত থাকার আহ্বান শোভনের

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৭:৫৬

দোষারোপ থেকে বিরত থাকার আহ্বান শোভনের

শোভন ও তার ফেসবুক স্ট্যাটাস

সামাজিক মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের একে অপরে বিরুদ্ধে দোষারোপ করছে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

বুধবার (১৩ মার্চ) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠনের নেতাকর্মী প্রতি তিনি এ আহ্বান জানান।

সভাপতি শোভন বলেন, 'ডাকসু নির্বাচন-২০১৯'- এর ফলাফলকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিভিন্ন ধরনের লেখা ও পোস্টারের কারণে নেতা কর্মীদের মাঝে এক ধরনের দোষারোপের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।

'বাংলাদেশ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান ও অনুরোধ করছি। '

'একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু, শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য এবং সকল ধরনের অপপ্রচারের বিরুদ্ধে একতাবদ্ধভাবে প্রশাসনের পাশে থেকে কাজ করার আহ্বান জানাচ্ছি। '

 

দোষারোপ থেকে বিরত থাকার আহ্বান শোভনের | সময় নিউজ