স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৪:১২

ক্যাম্পাসে অবস্থান করছে বিপুল পরিমাণ পুলিশ, ছবি: বার্তা২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণের শুরু থেকেই ক্যাম্পাস জুড়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। কিন্তু দুপুরের পর থেকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবির কয়েকটি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে নানা কারণে।
মূলত এর পর থেকে ঢাবির টিএসসি চত্বরসহ রোকেয়া হলের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। যা ভোট শুরুর সময় থেকে অনেক বেশি। এছাড়া ডিএমপির ডিবি পুলিশের বেশ কয়েকটি টিমকেও রোকেয়া হলের সামনে টহল দিতে দেখা যায়।
সোমবার (১১ মার্চ) দুপুর ১ টার দিকে টিএসসি চত্বর ও রোকেয়া হলের সামনে পুলিশের সমাগম দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টা থেকে ঢাবির ১৮টি হলের ৫১১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিকে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা দশটার দিকে কুয়েত মৈত্রী হলে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ বিষয়টি নিয়ে হলের সামনে শিক্ষার্থী বিক্ষোভ করে।
বেলা ১২ টার দিকে আবারও অনিয়মের অভিযোগে রোকেয়া হলের ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া মধুর ক্যান্টিনেও বিক্ষোভ করে ছাত্রদল। এছাড়া ছাত্রদলসহ ৫টি প্যানেল নির্বাচন বর্জন করে।
এতে নির্বাচনের বর্তমান পরিস্থিতি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থির অবস্থা বিরাজ করছে। আর এসব ঘটনাকে সামনে রেখেই টিএসসি ও এর আশপাশের এলাকায় পুলিশের পক্ষ হতে নিরাপত্তা জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকসুর ভোট গ্রহণ প্রায় শেষের দিকে। ভোট গ্রহণ শেষেই শুরু হবে গণনা। এছাড়া কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আরও সতর্ক অবস্থান নিয়েছে।
এ বিষয়ে পুলিশের রমনা জোনের ডিসি মারুফ সরদার বার্তা২৪.কম-কে বলেন, 'বিশেষ কোনো কারণে সতর্ক অবস্থান নেওয়া হয়নি। ভোট গ্রহণ শেষের দিকে কিছুক্ষণ পর গণনা শুরু হবে। এ সব বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি।'

