ক্যাম্পাস

ওএমআর পেপারে ডাকসুর ভোট দিচ্ছেন ভোটাররা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১১:৪৩

ওএমআর পেপারে ডাকসুর ভোট দিচ্ছেন ভোটাররা

এই ওএমআর পেপারে ক্রস চিহ্ন দেয়ার মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা, ছবি: বার্তা২৪

ওএমআর পেপারে ক্রস চিহ্ন দেয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা।

সোমবার (১১ মার্চ) ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হচ্ছিলেন জগন্নাথ হলের ভোটার সুমন দাশ। প্রথম ডাকসুতে ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করছেন এই শিক্ষার্থী।

তিনি বার্তা২৪.কম-কে বলেন, 'ভোট দিয়ে অনেক ভালো লাগছে। এমসিকিউ পরীক্ষা মতোই ওএমআর পেপারে ভোট দিতে হচ্ছে। শুধু পছন্দের প্রার্থীদের নামের পাশে কালো কালির কলম দিয়ে ক্রস দিলেই হচ্ছে।'

রিটার্নিং অফিসারদের সূত্রে জানা যায়, ওএমআর পেপারে ক্রস মার্ক দিয়ে ভোট দেবে ভোটাররা। ক্রস মার্ক করে পছন্দের প্রার্থীকে বেছে নেবে তারা। এজন্য কেন্দ্রীয় সংসদের জন্য তিনটি ওএমআর পেপার আট হল সংসদের জন্য একটি ওএমআর পেপার রাখা হয়েছে।

প্রত্যেক ভোটার মোট ৩৮জন প্রার্থীকে ভোট দেবে। কেন্দ্রীয় সংসদে ২২৯ জন প্রার্থীর মধ্যে ২৫ জনকে ভোট দেবে আরা হল সংসদে ১৩টি ভোট দেবে ভোটাররা। ভোট গ্রহণ শেষে ওএমআর স্ক্যানার মেশিনের সাহায্যে ভোট গণনা করা হবে।

জগন্নাথ হলের রিটার্নিং অফিসার অধ্যাপক তাপস কুমার বিশ্বাস বার্তা২৪.কম-কে বলেন, 'ওএমআর পেপারে ক্রস মার্ক করে ভোট দিচ্ছে ভোটাররা। ক্রস মার্ক করে পছন্দের প্রার্থীকে বেছে নেবে তারা। ভোট গ্রহণ শেষে ওএমআর স্ক্যানার মেশিনের সাহায্যে ভোট গণনা করা হবে।'

হল কেন্দ্রগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে, সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন। দীর্ঘ ২৮ বছর পর ভোট দিতে আসা শিক্ষার্থীদের চোখমুখে খুশির ছাপ লক্ষ করা গেছে। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ৫১১ টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ১৮ টি হলের ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের নেতা নির্বাচিত করতে ভোট প্রদান করছেন।

ভোট দিতে আসা ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত খুবই সুন্দর পরিবেশ ভোট প্রদান করছেন ভোটাররা। কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটেনি বলেও জানান ভোটাররা।

উল্লেখ, এবারের ডাকসু নির্বাচনে ২৫ টি পদের জন্য ২২৯ জন প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছেন। আর এসব প্রার্থীদের মধ্যে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে ৪২ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ওএমআর পেপারে ডাকসুর ভোট দিচ্ছেন ভোটাররা | সময় নিউজ