স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০৮:১৯

ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা/ ছবি: সুমন শেখ
দীর্ঘ ২৮ বছর পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট বাক্সে ভোট পড়ল।
সোমবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ৫১১টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হলের ভোটকেন্দ্রগুলোর সামনে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। নিজেদের নেতা নির্বাচিত করতেই এই ভোট প্রদান করছেন তারা। এছাড়া দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ভোট দিতে আসা ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখনো পর্যন্ত সন্তোষজনক পরিবেশে ভোট প্রদান করছেন। কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা ভোট দিতে এসে তারা দেখেননি।

জগন্নাথ হলের ভোটার সৈকত বার্তা২৪.কমকে বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়িয়েছি। খুব সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে ভোট দিতে পেরে ভালো লাগছে।’
রোকেয়া হলের ভোটার সুমাইয়া তাবাসসুম বার্তা২৪.কমকে বলেন, ‘এর আগে যতগুলো নির্বাচনে ভোট দিতে গিয়েছি মনে আতঙ্কে ছিল। কিন্তু ডাকসু নির্বাচনে ভোট দিতে এসে কোনো আতঙ্ক লাগছে না। খুবই স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।’
উল্লেখ, এবারের ডাকসু নির্বাচনে ২৫টি পদের জন্য ২২৯ জন প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছেন। আর এসব প্রার্থীদের মধ্যে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে ৪২ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী ভোট দেবেন।

