দেশের খবর

ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম

প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ১৭:৪৬

ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালি

নারীদের সাইকেল র‌্যালি / ছবি: বার্তা২৪

আন্তজার্তিক নারী দিবস। প্রতিবছর ৮ মার্চ এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে। তেমনিভাবে ‘জাগো নারী জাগো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও সাইকেল র‌্যালির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নারী দিবস উদযাপন করেছে মানবকল্যাণ পরিষদ।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও অডিটোরিয়াম চত্বর থেকে বেলুন উড়িয়ে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশ সুপার মনিরুজ্জামান ও জেলার নয়টি স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ।

র‌্যালি শেষে ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদের সভাপতি বিউটি বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ফরুতুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক শীলাব্রত কর্মকার, কোর্ট ইন্সপেক্টর রওশন আরা প্রমুখ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/08/1552045540523.JPG