দেশের খবর

মিরাজ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৫:৫৫

মিরাজ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

মিরাজ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন। ছবি: প্রতীকী

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মাদরাসা ছাত্র মিরাজ হোসেন হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এ মামলায় অপর ২ আসামি নাসির সরকার ও ইউসুফ আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক এম জি আযম এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের মৃত কাছেম আলী শেখের ছেলে আতাহার আলী শেখ ওরফে আতিক হুজুর ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের ছেলে হাবিবুর রহমান।

হত্যার শিকার মিরাজ কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মোহর আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৪ মার্চ ভোমরাডাঙ্গা গ্রামের একটি মাদরাসায় ওয়াজ মাহফিল শুনতে যায় মিরাজ। পরদিন সকালে গ্রামের ভুট্টা ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা জিন্দার আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

মিরাজ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন | সময় নিউজ