দেশের খবর

ভারতে পার করে দেয়ার কথা বলে গণধর্ষণ, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট, বেনাপোল (যশোর), বার্তা২৪.কম

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৯:০১

ভারতে পার করে দেয়ার কথা বলে গণধর্ষণ, আটক ৬

ভারতে পার করে দেয়ার কথা বলে গণধর্ষণ, আটক ৬। ছবি: বার্তা২৪.কম

বেনাপোল সীমান্তে দুই নারীকে গণধর্ষণের অভিযোগে ৬ ধর্ষককে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মার্চ) বিকেল ৫টায় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোর পোর্ট থানার পুটখালী গ্রামের আলমের ছেলে সোহেল (৩০), আজগারের ছেলে আরিফ (২৯), আব্দুল খালেকের ছেলে আব্দুল্লা (২৭), মোর্শেদের ছেলে শিমুল (৩৫), আয়ুব বিশ্বাসের ছেলে প্লাবন (২৮), সামছুর কসায়ের ছেলে মোরশেদ (৩৫)। এছাড়া ধর্ষক রাফিউলকে (৩২) না পেয়ে তার বাবা ছাদেককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

ধর্ষকদের আটকে সহযোগিতাকারী পুটখালী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জদু বার্তা২৪.কমকে জানান, ধর্ষণের শিকার ওই দুই নারী ঢাকা থেকে ডাক্তার দেখানোর উদ্দেশে সীমান্ত পথে ভারতে যাওয়ার জন্য বেনাপোলের পুটখালী আসে। শনিবার (১০ মার্চ) রাতে একদল বখাটে তাদের ভারতে পার করে দেবে বলে পুটখালী চরের মাঠ এলাকায় নিয়ে যায়। পরে ১০ থেকে ১২ জন তাদের আটকে রেখে গণধর্ষণ করে। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালে মাসুদ করিম জানান, ধর্ষণের শিকার দুই নারী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভারতে পার করে দেয়ার কথা বলে গণধর্ষণ, আটক ৬ | সময় নিউজ