দেশের খবর

বিদ্যাল‌য়ের সাম‌নে পিকআপ চাপায় শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১২:৩৯

বিদ্যাল‌য়ের সাম‌নে পিকআপ চাপায় শিক্ষার্থী নিহত

বিদ্যাল‌য়ের সাম‌নে পিকআপ চাপায় শিক্ষার্থী নিহত। ছবি: বার্তা২৪.কম

সাতক্ষীরার দেবহাটায় পিকআপ চাপায় জ্যো‌তি (৬) না‌মে এক শিশু শিক্ষার্থী নিহত হ‌য়ে‌ছে। সোমবার (১১ মার্চ) সকালে সাতক্ষীরা-কা‌লিগঞ্জ সড়‌কের দী‌ঘিরপাড় সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক পিকআপসহ চালককে আটক করে থানায় সোপর্দ করেছে।

নিহত জ্যো‌তি সখিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে এবং দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকা‌লে জ্যো‌তি ওই এলাকায় তার বিদ্যালয়ের সামনে রাস্তা পার হ‌চ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কা‌লিগঞ্জমুখী একটি পিকআপ তা‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ‌সহ চালক বাবু‌কে আটক করা হ‌য়ে‌ছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।