দেশের খবর

বরিশালে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৫:৪৭

বরিশালে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে হেলপার নিহত

প্রতীকী ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মো. সাইফুল সিকদার (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি ওই কাভার্ড ভ্যানের হেলপার ছিলেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রামপট্টি এলাকার দোয়ারিকা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল নড়াইলের তুলারামপুর এলাকার বশির সিকদারের ছেলে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস জানান, সকালে বরিশাল থেকে কার্ভাড ভ্যান ও সুগন্ধা পরিবহনের একটি বাস আসছিল। পথিমধ্যে রামপট্টি এলাকার দোয়ারিকা ব্রিজের ঢালে অতিক্রম করতে গিয়ে বাসের পেছনে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। এতে কাভার্ড ভ্যানের হেলপারসহ বাসের কয়েকজন যাত্রী আহত হন।

পরে আহত হেলপারকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।