দেশের খবর

নেত্রকোনায় জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৬:৩৯

নেত্রকোনায় জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৩

জাল ভোট দেওয়ার অভিযোগে আটককৃতরা / ছবি: বার্তা২৪

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে কিশোরসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- খায়রুল (২০), খাইয়ুম (১৮) ও মাসুম (১৫)। এদের মধ্যে খায়রুলকে ১৫ দিন ও খাইয়ুমকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আব্দুল্লাহ আল জাকির।

অপরদিকে আটক মাসুমের প্রাপ্ত বয়স না হওয়ায় তাকে সতর্ক করে ছেড়ে দেয় আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল জাকিরের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।