দেশের খবর

গুরুদাসপুরে ইউএনও-ওসি প্রত্যাহার

উপজেলা করেসপন্ডেন্ট, নাটোর (গুরুদাসপুর) বার্তা২৪.কম

প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ১০:১৮

গুরুদাসপুরে ইউএনও-ওসি প্রত্যাহার

গুরুদাসপুর ইউএনও মোহাম্মদ মনির হোসেন ও ওসি মো. সেলিম রেজা, ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

উপজেলা প্রশাসন ও থানা বৃহস্পতিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করে। এর আগে বুধবার (৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পত্রে তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস জানায়, গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদুল ইসলাম সরকার নির্বাচন কমিশনে অভিযোগ করেন, গুরুদাসপুরের ইউএনও ও ওসি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন, যা তাদের ওপর অর্পিত দায়িত্বের পরিপন্থী। এর স্বপক্ষে তিনি ইউএনও এবং ওসির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার কিছু ছবি সংযোজন করেন। পরে নির্বাচন কমিশনের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের প্রত্যাহারের চিঠি সন্ধ্যায় ফ্যাক্সযোগে পাঠিয়ে দেয়।