দেশের খবর

গাইবান্ধায় ১০ মোটরসাইকেলসহ গ্রেফতার ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০৯:৩৩

গাইবান্ধায় ১০ মোটরসাইকেলসহ গ্রেফতার ৩০

গাইবান্ধায় ১০ মোটরসাইকেলসহ গ্রেফতার ৩০। ছবি: প্রতীকী

গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০ মোটরসাইকেলসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদকসহ বিভিন্ন মামলার আসামি।

বুধবার (১৪ মার্চ) গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার পৃথক স্থানে এ অভিযান চালানো হয়।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান জানান, অভিযান চলাকালে ৫৪ পিস ইয়াবা, ২৭৫ গ্রাম গাঁজা, ১০টি মোটরসাইকেল ও মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ৩০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।