দেশের খবর

৩ নারী ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৭:১৬

৩ নারী ছিনতাইকারী আটক

৩ নারী ছিনতাইকারী আটক। ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জ শহর থেকে ৩ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে শহরের বাণিজ্যিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ব্যঙাডুবা গ্রামের রিপন মিয়ার স্ত্রী আয়দা আক্তার (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের জমির আলীর স্ত্রী রিয়া আক্তার (২৬) ও একই এলাকার রমিজ আলীর স্ত্রী জেসমিন আক্তার (১৮)।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, বিকেলে শহরের বাণিজ্যিক এলাকায় এক নারীর হাত থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে আটককৃতরা। এ সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

এর আগেও ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার তাদের আটক করা হয়েছে বলেও জানান তিনি।

৩ নারী ছিনতাইকারী আটক | সময় নিউজ