দেশের খবর

সেন্টমার্টিনের পথে ১৭শ পর্যটক

নূরুল হক, উপজেলা করেসপন্ডেন্ট, টেকনাফ, বার্তা২৪.কম

প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ১২:১৬

সেন্টমার্টিনের পথে ১৭শ পর্যটক

সেন্টমার্টিনের পথে ১৭শ পর্যটক। ছবি: বার্তা২৪.কম

সতর্ক সংকেত কেটে যাওয়ায় সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে প্রায় ১৭শ পর্যটক নিয়ে ৫টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।

জাহাজগুলো হলো- এমভি আটলান্টিক ক্রুজ, বে-ক্রুজ, কেয়ারি ক্রুজ, কেয়ারি সিন্দাবাদ, এলসিটি কাজল।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকা সমূহে গত বুধবার থেকে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি ছিল। এ কারণে ওই সময়ে কোনো ধরনের পর্যটকবাহী জাহাজ বা জলযানকে সেন্টমার্টিন যেতে দেয়া হয়নি। এছাড়া মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাবধানে থাকতে বলা হয়। এর ফলে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে এসে আটকা পড়ে হাজারো পর্যটক।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সর্তক সংকেত কেটে যাওয়ায় সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। দ্বীপে ভ্রমণে গিয়ে আটকাপড়া হাজারো পর্যটকদের ফিরিয়ে আনা হবে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। সর্তক সংকেত কেটে যাওয়ায় জাহাজ চলাচল শুরু হয়েছে।

সেন্টমার্টিনের পথে ১৭শ পর্যটক | সময় নিউজ