দেশের খবর

সিরাজগঞ্জে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ, বার্তা২৪.কম

প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ১১:৩১

সিরাজগঞ্জে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

সিরাজগঞ্জে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ছবি: সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

শনিবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জ সদর সহ সব উপজেলায় এই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উপজেলা অফিসে এসে সহকারী রিটার্নিং কর্মকর্তার হাত থেকে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম বুঝে নিচ্ছেন। দুপুরের মধ্যে এসব সরঞ্জাম বিতরণ শেষ হবে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। বিকেলের মধ্যে তা পৌঁছে যাবে কেন্দ্রগুলোতে।

এদিকে ভোটের সরঞ্জাম বিতরণ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিসাইডিং অফিসাররা এসব সরঞ্জাম গ্রহণ করছেন।

প্রথম ধাপে ১০ মার্চ রোববার সকাল ৮টায় সিরাজগঞ্জের ৭টি উপজেলার ৭৪৭টি কেন্দ্রে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। আর তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সিরাজগঞ্জে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম | সময় নিউজ