দেশের খবর

শার্শায় ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেনাপোল, বার্তা২৪.কম

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৫:৩৬

শার্শায় ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা সীমান্ত থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আবু মুসা করিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার(১৩মার্চ) সকাল ১১ টায় শার্শা সীমান্তের বাঁগআচড়া বাজার থেকে শার্শা থানা পুলিশ তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী শার্শার অগ্রভুলোট গ্রামে ওমর আলীর ছেলে।

পুলিশ জানান, তাদের কাছে গোঁপন খবর আসে শার্শার বাগআচড়া বাজারে মাদক বেঁচা-কেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে আবু মুসা নামে এক মাদক ব্যবসায়ীকে ধরে। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) আনোয়ারুল আজিম বিষয়টি র্বাতা২৪.কমকে নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে যশোর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

শার্শায় ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক | সময় নিউজ