দেশের খবর

মির্জাপুরে বৌভাতের যাত্রীবাহী বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪.কম

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৭:৪৬

মির্জাপুরে বৌভাতের যাত্রীবাহী বাসে আগুন

বিয়ের যাত্রীবাহী বাসে আগুন / ছবি: বার্তা২৪

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের যাত্রীবাহী চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১০ মার্চ) দুপুর ২টার দিকে ঢকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাটুভাঙ্গা রোডের গোড়াই এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আরিফুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘ঢাকার সাভার থেকে বীপদ সাহার মেয়ের বিবাহোত্তর বৌভাতে যোগ দিতে পরিবারের সদস্যরা ঠিকানা পরিবহনের একটি বাসযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর যাচ্ছিলেন। পথিমধ্যে বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়।

 https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/10/1552218420577.jpg

তিনি আরও জানান, বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলেও জানান তিনি।

মির্জাপুরে বৌভাতের যাত্রীবাহী বাসে আগুন | সময় নিউজ