দেশের খবর

ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম

প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ০৯:৫৫

ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত। ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের হামলায় মো. রফিক মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) গভীর রাতে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর বাজারে এ ঘটনা ঘটে। রফিক মিয়া ওই ইউনিয়নের সোহাবাড়ি এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে।

পানিশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম জানান, গভীর রাতে ১৫-২০ জনের একটি ডাকাতদল মেঘনা নদী দিয়ে নৌকা যোগে পানিশ্বর বাজারে আসে। এ সময় তারা নিহত রফিক মিয়ার দোকানের গেটের পাঁচটি তালা ভেঙে ফেলে। রফিক মিয়ে এ সময় দোকানেই ছিলেন। পরে দোকানের শাটার ভাঙার সময় ডাকাতের হামলার বিষয়টি টের পেয়ে যান তিনি। পরে ডাকাতের দল তাকে দোকানের ভেতর ঢুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে রফিক মিয়া ঘটনাস্থলেই মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, ডাকাতের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত | সময় নিউজ