দেশের খবর

ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০৮:৪১

ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিহত যুবকের মরদেহ / ছবি: বার্তা২৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বকোনডিয়া গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল আলম বলেন, ‘সকালে উপজেলার বকোনডিয়া গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে। নিহতের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।’

ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার | সময় নিউজ