ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন: এফএটিএফ’র কালো তালিকায় মিয়ানমার

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন: এফএটিএফ’র কালো তালিকায় মিয়ানমার

test

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২ | ১২:১৬ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০৭:৩২

অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন সংক্রান্ত কালো তালিকায় মিয়ানমারের নাম অন্তর্ভুক্ত করেছে নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)।

শুক্রবার এফএটিএফ জানায়, উচ্চ-ঝুঁকিপূর্ণ বিচারব্যবস্থার তালিকায় প্রবেশ করেছে মিয়ানমার। দেশটিকে অর্থপাচার ও সন্ত্রাসবাদ মোকাবিলায় দুর্বলতার বিষয়ে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ২০২০ সালের ফেব্রুয়ারিতে কৌশলগত সব ঘাটতি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের কর্মপরিকল্পনার মেয়াদ শেষ হয় ২০২১ সালের সেপ্টেম্বরে।

চলতি বছরের জুনে মিয়ানমারকে অক্টোবর মাসের মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে জোরালোভাবে আহ্বান জানায় এফএটিএফ। অন্যথায় সদস্যদের মিয়ানমারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং আর্থিক লেনদেনে বিশেষ ব্যবস্থা নিতে আহ্বান জানাবে বলে হুঁশিয়ারি দেয় সংস্থাটি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় মিয়ানমারকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এফএটিএফ।

আরও পড়ুন

×