ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সবাই এখন আওয়ামী লীগ করতে চায়: তথ্যমন্ত্রী

সবাই এখন আওয়ামী লীগ করতে চায়: তথ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

রাজনীতি ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১৪:৫১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

আজ শুক্রবার (৬ মে) বিকেল পৌনে ৫টার দিকে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী শক্তির এই অপপ্রচারের বিরুদ্ধে সত্যটা প্রচার জোরদার করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তাহলে আগামী নির্বাচনেও ২০০৮ সালের মতো ধস নামানো বিজয় হবে।

তিনি বলেন, তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে সবাই এখন আওয়ামী লীগ করতে চায়। সবাই নৌকায় উঠতে চায়। তবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে সবাইকে নৌকায় তোলার প্রয়োজন নেই।মাদক-চোরাকারবার, জবরদখল, চাঁদাবাজি বা অন্যান্য অপকর্মের সঙ্গে জড়িতদের আওয়ামী লীগে প্রয়োজন নেই।

আরও পড়ুন: স্ত্রী উপার্জন করেন, স্বামী সামলান সংসার, যত প্রশ্নের মুখে তারা

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, মুক্তিযোদ্ধা নুরুল আবছারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×