ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আদালতের লড়াইয়ে জিতে স্কুলে হিজাব পরার অনুমতি পেলেন ফাহিমা

আদালতের লড়াইয়ে জিতে স্কুলে হিজাব পরার অনুমতি পেলেন ফাহিমা

আদালতের লড়াইয়ে জিতে স্কুলে হিজাব পরার অনুমতি পেলেন ফাহিমা

সমকাল

প্রকাশ: ৩১ মে ২০২২ | ১১:৫১ | আপডেট: ২০ জুলাই ২০২২ | ১০:০২

চার বছরের এক ছাত্রী স্কুলের ইউনিফর্মের উপরে হিজাব পরেছিল। এজন্য তাকে স্কুলে আসতে বারণ করেছিল কর্তৃপক্ষ। এ ঘটনায় গোলাঘাটের খ্রিষ্টজ্যোতি হাইস্কুলের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর মা। তবে দীর্ঘ ৯ বছর ধরে আইনি লড়াই শেষে রায় ওই ছাত্রীর পক্ষে এসেছে। তাকে ইউনিফর্মের উপরে হিজাব পরার অনুমতি দিয়েছেন আসামের গৌহাটি হাইকোর্ট। খবর সেন্টিনেল আসামের।

 

এই রায়ের ফলে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসে হিজাব পরতে পারবে ওই ছাত্রী। এতে সায়ও দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে, ২০১৩ সালের ২১ মার্চ ওই ক্যাথলিক স্কুলে নার্সারি শ্রেণির ক্লাস টিচার চার বছরের ছাত্রীটির হিজাব পরা নিয়ে আপত্তি তোলেন। তবে ২৫ মার্চ মেয়েটির পরিবার ছাত্রীটির জন্য পোশাকবিধি শিথিলের আবেদন জানায়। কিন্তু ২৮ মার্চ স্কুলের অধ্যক্ষ এক নোটিশে জানান, ১৫ দিনের মধ্যে ফাহিমাকে হিজাব ত্যাগ করে স্কুলের পোশাকবিধি মেনে চলতে হবে। এরপরই ৮ এপ্রিল আদালতের দ্বারস্থ হন ফাহিমার মা এলি আহমেদ। ফাহিমার বাবা সানামন এ আর আসাম রাইফেলসের কর্মী। তিনি কেরালার বাসিন্দা।

আরও পড়ুন

×