ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়ক মিঠুন

লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়ক মিঠুন

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ১২:৫৭ | আপডেট: ০৭ মে ২০২২ | ১২:৫৯

আরও পড়ুন: বিশ্বকাপজয়ী ম্যানইউ তারকাকে নিতে চায় ম্যানসিটি

দুই দিনের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। দলে রাখা হয়েছে ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতকেও। এছাড়া টেস্ট দল থেকে বাদ পড়া আবু জায়েদ রাহিকেও স্কোয়াডে রেখেছে বিসিবি।

ডিপিএলে দারুণ খেলা জাকির হাসান, শাহাদাত হোসেন দিপুও দলে জায়গা পেয়েছেন। কয়েক মাস আগে যুব বিশ্বকাপ খেলা আসা রিপন মণ্ডল এবং মুশফিক হাসানকেও দেখা যাবে প্রস্তুতি ম্যাচে। মূল দলের একমাত্র ক্রিকেটার হিসেবে প্রস্তুতি ম্যাচ খেলবেন মোসাদ্দেক।

আগামী ৯ মে অনুশীলনের পর ১০ ও ১১ মে তারা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর তারা প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে চলে যাবে। সেখানেই ১৫ মে থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। আগামী ২৩ মে থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিসিবি একাদশ
মো. মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মো. এনামুল হক,  মুশফিক হাসান, রিপন মণ্ডল, মকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান, আবু জাহেদ চৌধুরি রাহী।

সম্পর্কিত

আরও পড়ুন

×