ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

করোনায় বিশ্বে আরও ১ হাজার ৯৪৬ জনের মৃত্যু

করোনায় বিশ্বে আরও ১ হাজার ৯৪৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৪:৩১ | আপডেট: ০৭ মে ২০২২ | ০৪:৩৩

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৪৬ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৭৪ হাজার ৩০৩ জনে।

আরও পড়ুন: ৩০ মিনিট আগুনে ছটফট করতে করতে মারা গেলেন জেসমিন-সাফা

এ সময়ের মধ্যে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৪৫ জন। ফলে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ৭০৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ২৬ জন। আর মারা গেছেন ২৪৮ জন। সবমিলিয়ে দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ১ লাখ ৩৬ হাজার ৮১২ জন মারা গেছেন।

আরও পড়ুন: নিরাপত্তা বলয় ভেঙে ইসরায়েলে ভয়াবহ হামলা, যুক্তরাষ্ট্রের নিন্দা

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ১১৬ জন। আর মারা গেছেন ২৯১ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৩৮৬ জনের।

আরও পড়ুন

×