প্রকাশিত : ২১ জুন ২০২৩, ৮:৪৪:৩২
মোহাম্মদ মামুনুর রশিদ খান এর ফেসবুক ওয়াল থেকে। আপগ্রেড এইজন্যে সাগর বিদেশে থাকে৷ নাহলে কোয়ালিটিতে বিশেষ কোন পার্থক্য নাই৷ আমাদের সেলেবদের এমন দুর্দশা বা অধঃপতন তারা আজকাল ‘ভিউ’ দেখে কোয়ালিটি দেখেনা। বাংলাদেশের অন্যতম প্রধান টকশো চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা। তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমানও একজন গর্দভশ্রেনীর সঞ্চালক। বাঘহীন বনে বেড়ালের বাঘ হয়ে উঠার মতো জিল্লুর রহমানও এইদেশের একজন প্রধান-সফল(!!!) & সঞ্চালনা করে ‘তারকাখ্যাতি’ পাওয়া ব্যক্তিতে পরিণত হতে পেরেছে। গাধা হওয়া বা মেধার ঘাটতি সমস্যা না। যেদিক দিয়ে জিল্লুর রহমান পাস মার্ক পেয়ে উতরে গেছে কিন্তু সাইফুর সাগর জিল্লুর রহমানের কাতারে না এসে মাহসান স্বপ্ন হয়ে যাচ্ছে সেটা হলো- সাগর সবকিছু চেটে দেখতেছে। ঘি আর গু সবকিছুতে মুখ দিচ্ছে। এটা মাহসান স্বপ্নের বৈশিষ্ট্য৷ ভাইরাল যেকোন কিছুতে বা’হাত ঢুকিয়ে দেয়া। সোকল্ড মূলধারার মিডিয়ায় কুক্ষিগত না রেখে টকশো বিষয়টাকে ফেসবুক-ইউটিউবে নিয়ে এসে সফল করার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল৷ আমি কয়েকটা নিয়ে আশাবাদিও হয়েছিলাম৷ কনক সারোয়ার, ইলিয়াস হোসেন এদেরদ্বারা সম্ভব ছিল। আনফরচুনেটলি এরা অল্টারনেটিভ মিডিয়া না হয়ে দ্রুত হিট খেতে চেয়ে এখন ভোদাই হয়ে গেছে৷ কনক সারোয়ার লোকটা খোদার তিরিশ দিন এক মুর্দা ফকির এক্স মিলিটারি পার্সনকে এনে জাতিকে ‘চমক’ দেয়ার খেলায় মেতেছে। ইলিয়াস হোসেন লোকটারও একইদশা৷ যেই স্কিলটা সাইফুর সাগরের নাই, ইলিয়াস বা কনকের সেটা ছিল। কিন্তু তাদের পেয়ে বসেছে ‘হিট’ হওয়ার নেশা। নিজেদের কয়েকজন লোক নিয়ে এরা সারাদিন নিজেদের মধ্যে খেলাধূলা করে৷ ? তো এদের সম্ভাবনা বরবাদ গেছে। এখন হইলো- সাগরের পালা৷ তারা ফেস দ্যা পিপল প্রোগ্রামটা জনপ্রিয় হয়েছে৷ ভিউ হয় অনেক৷ এখন তাকে মাহসান স্বপ্ন হবে নাকি জিল্লুর রহমান হবে এই সিদ্ধান্ত নিতে হবে। ছাগলামী ছাড়তে হবে। ধর্মীয় বিতর্কের যে আয়োজনগুলা ইদানিং সে করতেছে এগুলা হইলো ছাগলামী। তার স্কিল খারাপ হোক, সে সঞ্চালক হিসেবে আস্তে আস্তে সমৃদ্ধ হোক বা সারাজীবন জিল্লুর রহমানের সমান স্কিল নিয়ে সঞ্চালনা করে যাক, তাতেও তার প্ল্যাটফর্মটা গু হয়ে যাবেনা। কিন্তু ‘ভিউ’ পাওয়ার নেশায় সে আজকাল যেসব শুরু করেছে সেসব তার চ্যানেলটাকে গু বানিয়ে ছেড়ে দিবে। এই পরামর্শ সাইফুর সাগরকে হয়তো কেউ দেয়নি৷ আমি দিলাম৷ অতি দামি পরামর্শ ফ্রিতে দিলাম। আমার এই নসীহত কেউ সাগরের কাছে পৌছে দিলে সে উপকৃত হবে। কিছুটা উপকার আমরাও পেতে পারি। যেহেতু আমরা মূল মিডিয়ার উপর নির্ভর করতে চাইনা। তাই বিকল্প কিছু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়ে সেটা বরবাদ হতে দেখলে খারাপ লাগে৷ এই খারাপ লাগা থেকে সাগরকে পরামর্শ দিলাম। তাকে ভিউর চিন্তা বাদ দিয়ে, কোয়ালিটির চিন্তা করতে হবে। সবার আগে বন্ধ করতে হবে- ধর্মীয় বিতর্কের আয়োজন৷ অবশ্য মাহসান স্বপ্ন হতে চাইলে সে চালিয়ে যেতে পারে…….. ? Main Link @ https://www.facebook.com/permalink.php?story_fbid=2686353744989547&id=100008448434339