প্রকাশিত : ২১ জুন ২০২৩, ৮:২৭:২৪
পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীর নিয়ে তিন দেশের মধ্যে টানাহেঁচড়া চলছে। ভারত, পাকিস্তান ও চীনের লড়াইয়ে উপত্যকার মানুষগুলো যেন একটুও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না। এরই মধ্যে ভারতে সম্প্রতি মুক্তি পেয়েছে বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। আর এতেই তোলপাড় শুরু হয়েছে পুরো ভারতে। সিনেমাটি মুক্তি পাওয়ার পর এর পক্ষে বিপক্ষে নানা বিতর্ক দেয়া দিয়েছে। হিন্দুত্ববাদীরা এমন একটি সিনেমা দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত, কিন্তু খুশি হতে পারছে না ভারতের সংখ্যালঘু মুসলিমরা। আর তাই এই সিনেমা নিষিদ্ধের দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রধান ও ধুবরির এমপি বরুদ্দিন আজমল। খবর টাইমস অব ইন্ডিয়ার। এই সিনেমা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে উল্লেখ করে এমন দাবি জানিয়েছেন এই মুসলিম এমপি। আজমল বলেন, আমি মুভিটা দেখিনি। আরএসএস এবং বিজেপি পতাকা নিয়ে বেরিয়ে এসেছে এবং মুসলমানদের ‘গালি’ দিয়েছে। সিনেমাটি নিষিদ্ধ করতে হবে। কাশ্মীরের পরে অনেক ঘটনা ঘটেছে, এমনকি নেলির (আসাম) ঘটনাও ঘটেছে। আমি আসামের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাশ্মীর ফাইলস নিষিদ্ধ করার জন্য অনুরোধ করছি, কারণ এই সিনেমাটি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে। মুসলিম এই এমপি আরও বলেন, হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতেই ছবিটি বানানো করা হয়েছে। আমরা কোনো সাম্প্রদায়িক উত্তেজনা চাই না। আমরা শান্তি চাই, তাই কেন্দ্রীয় সরকারের উচিত সিনেমাটি নিষিদ্ধ করা। বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সিনেমাটি দেখেছেন। এক টুইট বার্তায় দেব লিখেন, মন্ত্রিসভা, ত্রিপুরা বিজেপি এবং আইপিএফটি বিধায়ক এবং অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে দ্য কাশ্মীর ফাইলস দেখছি। এদিকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার জন্য রাজ্য সরকার অর্ধদিনের ছুটি ঘোষণা করে আসাম সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে মঙ্গলবার এই সিনেমা দেখেছেন।