প্রকাশিত : ২০ জুন ২০২৩, ১০:১৪:২৫
গেল কয়েক বছর ধরে ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। করোনার মধ্যেও ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদ বিরতি নিয়ে এরইমধ্যে আবারো কাজে ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি শুটিং শেষ করলেন ‘আবার ভালোবাসার সাধ জাগে’ শিরোনামের একটি নতুন নাটকের। তুহিন হোসেনের পরিচালনায় এতে মেহজাবিন অভিনয় করেছেন আফরান নিশোর বিপরীতে। কাজ প্রসঙ্গে মেহাজাবিন বলেন, ঈদের পরপরই কাজে ফিরতে চাইনি। একটু সময় নিতে চেয়েছিলাম। যার কারণে বেশ কিছুদিন কাজ করিনি। তবে বিরতি ভেঙে আবারো শুটিং শুরু করেছি। তবে কাজে ফিরলেও করোনার কারণে সতর্কতা মেনে কাজ করছি। বেছে বেছে কাজ করবো আপাতত। নতুন এই নাটকের গল্পটি সুন্দর। তাই এতে অভিনয় করা। ঈদে প্রচারিত নাটক থেকে কেমন সাড়া পেলেন? এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, সবার কাছ থেকে এবার বেশি সাড়া পেয়েছি ভিকি জাহেদের ‘নির্বাসন’ নাটকটির জন্য। সাধারণ দুজন মানুষের বাস্তব জীবনের গল্প তুলে ধরা হয়েছে এখানে। তবে এটি ছাড়াও ‘একাই একশো’, ‘প্রাণপ্রিয়’সহ আরো দু’একটি নাটকের জন্যও ভালো সাড়া পেয়েছি । এই সময়ে নাটকের গল্প ও মান নিয়ে আপনার মন্তব্য কী? উত্তরে মেহজাবিন বলেন, গেল ঈদের নাটকের দিকে তাকালে বোঝা যায় একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তন এক দিনে সম্ভব হবে না। তবে নাটক সংশ্লিষ্ট সবাই ভালো কাজ করতে চায় বলে আমি মনে করি। এরমধ্যে খারাপ নাটক হচ্ছে এবং হবে। কারণ এখন আগের চেয়ে নাটক নির্মাণের সংখ্যা বেশি। ছোটপর্দার এই অভিনেত্রী করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তার ভাষ্য, দীর্ঘ সময় আমরা ঘরে থাকতে পারবো না। আমাদের কাজে ফিরতে হবে। তবে সব কিছুর আগে নিজের সুরক্ষা বজায় রাখতে হবে। আমিও সেই চেষ্টা করছি।